ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টানা ৫৪ টেস্ট পর নেই কোহলি, নেতৃত্বে রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
টানা ৫৪ টেস্ট পর নেই কোহলি, নেতৃত্বে রাহানে বিরাট কোহালি-ছবি:সংগৃহীত

আশঙ্কাকেই সত্যি প্রমাণ করে ধর্মশালা টেস্ট থেকে ছিটকে গেলেন বিরাট কোহালি। তার বদলে সিরিজ নির্ণায়ক ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নেমেছেন অজিঙ্কে রাহানে। দেশের হয়ে টানা ৫৪ টেস্ট পর কোনো ম্যাচে খেলছেন না টিম ইন্ডিয়ার সেরা এ তারকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান ভারত অধিনায়ক। তারপর থেকেই তার চোট নিয়ে শুরু হয় জল্পনা।

কখনও শোনা যায়, আগামী এক মাস তিনি মাঠের বাইরে থাকবেন, তো কখনও খবর পাওয়া যায় অধিনায়কের তেমন কিছুই হয়নি।  

সমর্থকদের আশ্বস্ত করতে রাঁচিতে ব্যাট করতে নামলেও ব্যর্থ হন তিনি। শুক্রবারের সাংবাদিক সম্মেলনেও কোনও রাখঢাক না করেই তিনি জানিয়েছিলেন অস্বস্তির কথা। একশো শতাংশ ফিট থাকলেই তবে মাঠে নামবেন বলে জানান কোহালি।

পাশাপাশি তিনি আরও জানান, ফিটনেস টেস্টে সফল হলে তবেই মাঠে নামবেন। কিন্তু শুক্রবার নেট প্র্যাকটিসের সময়ই একটা আশঙ্কা দেখা দিয়েছিল। কোহালির জায়গায় দলে আনা হয়েছে কুলদিপ যাদবকে।

ধর্মশালায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে অজিরা। সিরিজে ১-১ এ সমতায় আছে দু’দল।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।