ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

হ্যামিল্টন টেস্টে ছিটকে গেলেন সাউদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
হ্যামিল্টন টেস্টে ছিটকে গেলেন সাউদি টিম সাউদি-ছবি:সংগৃহীত

হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইনজুরির কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে হ্যামিস্ট্রিংয়ে চোট পান এই ডানহাতি। তার পরিবর্তে কিউইরা কাউকে দলে নেয়নি।

এ নিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ড দলে ইনজুরিতে পড়লেন সাউদি। এর আগে রস টেইলর ও ট্রেন্ট বোল্টও ইনজুরিতে পড়েছিলেন।

দ্বিতীয় টেস্টে বাঁদিকের হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়ে স্ক্যান করিয়েছিলেন সাউদি। তবে পরবর্তীতে এই চোট তাকে সিরিজ থেকেই সরিয়ে দেয়।  

দলের দুই প্রিমিয়াম ফাস্ট বোলার সাউদি ও বোল্ট ইনজুরিতে পড়ায় শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। তবে সুস্থ হয়ে তৃতীয় টেস্টে ফেরার কথা রয়েছে বাঁহাতি পেসার বোল্টের। কিন্তু যদি না ফিরতে পারেন তবে নিল ওয়াগনার ও ম্যাট হেনরিই থাকবেন ভরসা হিসেবে। যদিও ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে কলিন ডি গ্র্যান্ডহোম ও জেমস নিশাম রয়েছেন।

আগামী ২৫ মার্চ হ্যামিল্টনে সিরিজে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট জিতে ১-০কে এগিয়ে রয়েছে দ.আফ্রিকা। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।