ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মোস্তাফিজকে তুরুপের তাস বললেন আশরাফুল

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
মোস্তাফিজকে তুরুপের তাস বললেন আশরাফুল মোস্তাফিজুর রহমান/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাইলফলক স্পর্শকারী শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে সফরকারী বাংলাদেশ। এবার প্রতীক্ষা ওয়ানডে সিরিজের। রঙিন পোষাকে ওয়ানডে সিরিজটি টাইগাররা নিজেদের করে নিতে পারবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

স্বাভাবিক খেলাটি খেলতে পারলে বাংলাদেশ সিরিজ জিতবে। আর নিজেদের সেরা খেলাটি মাঠে উপহার দিতে পারলে এবং তিনটি ম্যাচেই মোস্তাফিজুর রহমানকে দলে পাওয়া গেলে মাশরাফিরা লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারবে বলেও মত তার।

‘আমাদের যে দল তাতে ওয়ানডেতে খুব সহজেই সিরিজ জিতবো। সেটা ৩-০ হতে পারে আবার ২-১ হতে পারে। আমরা যদি আমাদের সেরা খেলাটি খেলি আর মোস্তাফিজ যদি ফিট থাকে, তিনটা ম্যাচই খেলতে পারে, তিনটাই আমরা জিতবো। ওর ১০ ওভারে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে আশরাফুলের এমন প্রত্যাশার কারণ আরও আছে। প্রথমত ওয়ানডে সিরিজে বিগত দিনগুলোতে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স। দ্বিতীয়ত মাশরাফির সুনিপুন নেতৃত্ব। তৃতীয়ত দলের মূল প্লেয়ারদের ফর্মে থাকা। আর অভিজ্ঞতার আলোকে স্বাগতিকদের পিছিয়ে থাকা।

‘ওদের দলটা তরুণ। তুলনামূলকভাবে আমরা অনেক অভিজ্ঞ। ওয়ানডেতে মাশরাফি অসাধারণ অধিনায়কত্ব করছে। টিম ভালো খেলছে। আমাদের সিনিয়র ও মূল খেলোয়াড়রা সবাই ফর্মে আছে। তাছাড়া ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট খেলছি। ’

এ কথা বলতে বলতেই আশরাফুল ফিরে গেলেন গত বছরের ডিসেম্বরে  নিউজিল্যান্ড সিরিজে, ‘নিউজিল্যান্ডে আমরা জিততে পারিনি তবে প্রতিটি ম্যাচই জেতার সম্ভাবনা আমাদের ছিল। ’

শুধু নিউজিল্যান্ড কেন? ভারতের মাটিতেও জয়ের কাছাকাছি গিয়ে হেরেছে বাংলাদেশ। দেশের বাইরের মাটিতে কোন দল কয়টা ম্যাচ এখন জেতে ক্রিকেটের খোঁজ খবর যারা নিয়মিত রাখেন তারা হয়তো তা জানেন। আগে বাংলাদেশের সমস্যা ছিল ধারাবাহিকতায়। কিন্তু ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পরেই তা কাটিয়ে উঠেছে এবং এখনও তা ধরে রেখেছে।

আসন্ন তিন ম্যাচের (২৫ মার্চ শুরু) ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা সেই ধারাবাহিকতা ধরে রেখে ৫৬ হাজার বর্গমাইলের ১৬ কোটি মানুষকে আরেকটি বাধভাঙ্গা উল্লাসের উপলক্ষ এনে দিতে পারবেন বলে বিশ্বাস মোহাম্মদ আশরাফুলের।    

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।