Alexa
ঢাকা, মঙ্গলবার, ১২ বৈশাখ ১৪২৪, ২৫ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

ম্যানচেস্টার ডার্বি ম্যাচের পুনঃনির্ধারিত সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ৮:৫১:২৬ পিএম
এপ্রিলে পুনঃনির্ধারিত ম্যানচেস্টার ডার্বি ম্যাচে মুখোমুখি হবে ম্যানইউ-ম্যানসিটি/ছবি: সংগৃহীত

এপ্রিলে পুনঃনির্ধারিত ম্যানচেস্টার ডার্বি ম্যাচে মুখোমুখি হবে ম্যানইউ-ম্যানসিটি/ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পুনঃনির্ধারিত ম্যাচে সূচি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। একই দিনে ম্যানইউর ইংলিশ লিগ কাপের ফাইনাল ম্যাচ থাকায় গত ২৬ ফেব্রুয়ারি দু’দলের ডার্বি ম্যাচ স্থগিত করা হয়েছিল।

আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) রেড ডেভিলসদের আতিথ্য দেবে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

লিগ কাপের ফাইনাল ম্যাচটিতে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ম্যানইউ। এবার মিস হওয়া ম্যানসিটি ম্যাচে চোখ রাখছে হোসে মরিনহোর শিষ্যরা।

পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানসিটি। পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে এক ম্যাচ কম খেলা ম্যানইউ। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ২৮ ম্যাচে ৬৯। সমান ম্যাচে ১০ পয়েন্ট পিছিয়ে দুইয়ে টটেনহাম। ৫৬ পয়েন্ট (২৯ ম্যাচ) নিয়ে চার নম্বরে লিভারপুল। ২৭ ম্যাচে ৫০ পয়েন্টে ছয়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..