ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সিরিজ বাঁচানোর ম্যাচেও নেই টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
সিরিজ বাঁচানোর ম্যাচেও নেই টেইলর সিরিজ বাঁচানোর ম্যাচেও নেই টেইলর/ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের হোম সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের বিকল্প নেই। হ্যামিল্টনে বাঁচামরার ম্যাচেও দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকে পাচ্ছে না কিউইরা। পায়ের ইনজুরিতে তৃতীয় টেস্টেও ছিটকে গেছেন তিনি।

আগামী শনিবার (২৫ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

দু্ই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত ডানেডিন টেস্ট ড্রয়ের পর ওয়েলিংটনে তিন দিনেই ধরাশায়ী হয় ব্ল্যাক ক্যাপসরা। আট উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা

কোনো পরিবর্তন না এনে তৃতীয় টেস্টের জন্য দল অপরিবর্তিত রেখেছে নিউজিল্যান্ডের নির্বাচকরা। প্রথম ম্যাচেই ইনজুরি আক্রান্ত টেইলর ওয়েলিংটন টেস্টে ছিটকে পড়েন। এবার দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচও মিস করতে হচ্ছে।

সাদা পোশাকে ৮১ টেস্টে ৪৭.১০ গড়ে ৬০৩০ রান করেছেন ৩৩ বছর বয়সী টেইলর। ২৭টি ফিফটির পাশাপাশি তার দখলে রয়েছে ১৬টি সেঞ্চুরি।

স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, জিতান প্যাটেল, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।