ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বার্সার মাঝমাঠে আরও কয়েক বছর ইনিয়েস্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
বার্সার মাঝমাঠে আরও কয়েক বছর ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

বার্সেলোনাতেই ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান সিনিয়র মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তবে, সেটি এখনই না। আরও কয়েক বছর এই ক্লাবে কাটাবেন তিনি-এমনটি জানিয়েছেন বার্সার সাবেক মিডফিল্ডার রবার্তো ফার্নান্দেজ।

কাতালান ক্লাবে ইনিয়েস্তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০১৮ সালের জুন পর্যন্ত। এখনও বার্সা তার চুক্তির মেয়াদ বাড়ায়নি।

সম্প্রতি ৩২ বছর বয়সী মিডফিল্ডার ইনিয়েস্তা জানান, ‘চুক্তি নিয়ে আমি কোনো চিন্তা করছি না। এটা আমার প্রিয় ক্লাব। এখানে থেকেই আমি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। তবে, চুক্তি নবায়ন নিয়ে আমি আশাবাদী। অনেকেই হয়তো ভাবছেন আমি চুক্তি নবায়ন করতে পারছি না বলে অবসর নিতে চাচ্ছি। কিন্তু, সেটা কখনো হবার নয়। এখন আমি শুধু শিরোপা জেতার লক্ষ্য নিয়েই চিন্তিত। ’

ফার্নান্দেজ জানান, ‘আমরা ইনিয়েস্তাকে আরও কয়েক বছর এই ক্লাবে দেখতে চাই। সে এখানে খেলেই অবসর নেবে। আমাদের আশা আরও দীর্ঘ সময় তাকে বার্সার মাঝমাঠে দেখা যাবে। আর তার নবায়নকৃত চুক্তি নিয়ে কোনো সংশয় নেই। খুব শিগগিরই কাতালানরা তার সঙ্গে বসবে। আর সেটা হবে দুই পক্ষের জন্য দারুণ কিছু। ’

ইনিয়েস্তা জানিয়েছিলেন চলতি মৌসুমের পর আর ফুটবল খেলবেন না। তিনি জানান, ‘মৌসুমের শেষে ক্লাব ও ব্যক্তিগত সব দিক পর্যালোচনা করব। আমি চুক্তি নবায়ন করব না এটাও বলছি না। উচ্চ পর্যায়ে থেকেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। কিন্তু সেটা নির্ধারণ করব মাঠে আমার পারফরম্যান্স এবং ক্লাবের প্রতি আমার অনুভূতি দিয়ে। যদি আমি ক্লাবের কাছে গুরুত্বপূর্ণ না হই, তাহলে এখানে থাকব না। এটা পরিষ্কার। ’

এদিকে, ক্লাবের কোচ লুইস এনরিক জানান, ‘আমি মৌসুমের শুরু থেকেই দেখেছি ইনিয়েস্তা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। যদিও দু’বার মারাত্মক ইনজুরি তাকে মাঠ থেকে দূরে রেখেছিল। তার ফর্ম ফেরাতে দীর্ঘ সময় আমাদের কাজ করতে হয়েছে। এখন তাকে মৌসুমের শুরুর ইনিয়েস্তা মনে হচ্ছে। আমি নিশ্চিত সে আমাদের আরও কিছু অর্জন করতে সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad