Alexa
ঢাকা, মঙ্গলবার, ১১ বৈশাখ ১৪২৪, ২৫ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

অল রাশিয়ান ফাইনালে চ্যাম্পিয়ন ভেসনিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ১:৩৩:৫৪ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টে (বিএনপি পারিবাস ওপেন) নারী এককের ফাইনালে শিরোপা জিতলেন এলিনা ভেসনিনা। অল রাশিয়ান ফাইনালে সুভেতলানা কুজনেতসোভার বিপক্ষে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত জয় তুলে নেন তিনি।

আর এই জয়ের ফলে ক্যারিয়ারে সবচেয়ে বড় পুরস্কার ঘরে তুললেন ৩০ বছর বয়সী এ তারকা।

এই টুর্নামেন্টে এর আগে তিনবার ডাবলসে শিরোপা জিতেছিলেন ভেসনিনা। একক ইভেন্টের ফাইনালে এদিন প্রথম সেটে টাইব্রেকারে ৬-৭ (৮-৬) গেমে হেরে যান ১৫তম বাছাই। কিন্তু পরের দুই সেট যথাক্রমে ৭-৫ ও ৬-৪ গেমে জিতে ট্রফির স্বাদ পান।

চলতি টুর্নামেন্টে ভেসনিনা দুই নম্বর তারকা অ্যাঞ্জেলিক কেরবারকে হারান। পরে ১২তম বাছাই ভেনাস উইলিয়ামসনকেও নিজের শিকার বানান। অন্যদিকে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হার মানলেন কুজনেতসোভা। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে রানারআপ হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..