ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

গোল মিসে ম্যাচ মিস আবাহনীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
গোল মিসে ম্যাচ মিস আবাহনীর গোল মিসে ম্যাচ মিস আবাহনীর

বলতে হবে ফিনিশিংয়ের কাছে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে হার দিয়ে এএফসি কাপের যাত্রা শুরু করল ড্রগো মামিচের শিষ্যরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এএফসি কাপের হোম ম্যাচে মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে গিয়েছে দেশের প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রথম চার মিনিটেই এগিয়ে যায় মাজিয়া ক্লাব।

আসাদের কাছ থেকে পাস পেয়ে ইমাজ আহমেদের রক্ষণচেরা পাসে গোলবারের বাম প্রান্ত থেকে আচমকা শটে অসাধারণ গোল করেন ওমর। যদিও প্রথম মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে আবহনী। মাজিয়ার গোলবারে ঢুকেও ঠিকমতো পাস না দিতে পারায় গোল করতে ব্যর্থ হন এমেকা। এরপর ১১-১৪ এই তিন মিনিটে আরও দুটি কর্নার পায় আবাহনী।

২৮ মিনিটে আবারও কর্নার পায় আবাহনী। কর্নার থেকে ওমেকার দুর্বল শট তালুবন্দী করতে কষ্ট হয়নি মাজিয়ার গোলকিপার পাভেলের। প্রথমার্ধে চার চারটি কর্নারের সুযোগ নষ্ট করে ফেলে আবাহনী। এগিয়ে থেকে মাজিয়া প্রথমার্ধ্ব শেষ করে।

তবে প্রথমার্ধে আবাহনীর বেশ কয়েকটি আক্রমণ পণ্ডশ্রমে পরিণত হয় ফিনিশিং দুর্বলতায়।

দ্বিতীয়ার্ধে এসেই প্রথমার্ধের আবাহনীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মামুন মিয়াকে তুলে নিয়ে জীবনকে নামায় আবাহনী। প্রথমার্ধে ভালো খেলা মামুনকে তুলে নিলে ঝিমিয়ে পড়া আবাহনীকে দেখা যায়।

তবে ৭০ মিনিটে আবারও জোনাথনের পাস। এমেকার দুর্বল হেডে আবারও ব্যর্থ আবাহনী। এর দুমিনিট পরেই অফসাইডে থাকা মাজিয়ার দুর্বল শট রুখে দেয় গোলকিপার সোহেল। ৭৮ মিনিটে মাজিয়ার আরেকটি জোরালো শট রুখে দেয় সোহেল।

ঠিক ৮৬ মিনিটে ঝলক দেখায় মাজিয়া। অধিনায়ক আবদুল্লাহ আসাদুল্লাহ একক প্রচেষ্টায় দারুণ শটে দলকে এগিয়ে নিয়ে যান। ম্যাচ থেকেও ছিটকে যায় আবাহনী।

এরপরে চেপে ধরার চেষ্টা করে ড্রগো মামিচের শিষ্যরা। তবে সেই সোনার হরিণ গোলের সন্ধান মেলেনি তাদের।

ফিরতি লেগে ১৭ মে মালে জাতীয় স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচ। এএফসি কাপে এর আগে টানা তিনবার অংশ নিলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মাজিয়াকে।

আগামী ৪ এপ্রিল ভারতের মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে আবাহনী।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।