ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

পিটিশনে স্বাক্ষর করেছেন ২ লাখ সমর্থক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পিটিশনে স্বাক্ষর করেছেন ২ লাখ সমর্থক ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, বিদায় নিয়েছে পিএসজি। আর এমন ম্যাচ হারার পর এক পিএসজি সমর্থক আবারো ম্যাচটি মাঠে গড়ানোর দাবি নিয়ে পিটিশন করেন।

পিএসজির এই ভক্তের নাম লুইস মেলেন্দো। অনলাইনে তিনি ‘Change.org’ নামের একটি মাধ্যমে সমর্থকদের এক করে পিটিশন করেছেন।

ম্যাচটি মাঠে আবারো গড়ানোর দাবি জানিয়ে এখন পর্যন্ত দুই লাখ সমর্থক সেই পিটিশনে স্বাক্ষর করেছেন।

প্রথম লেগে নিজেদের মাটিতে বার্সাকে ৪-০ গোলে হারায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় বার্সা। ইতিহাস গড়েই ৬-৫ ব্যবধানের অ্যাগ্রিগেটে শেষ ষোলোতে উঠে কাতালানরা।

ছবি: সংগৃহীতপিটিশনে তুলে ধরা হয়েছে বার্সা-পিএসজির ১৩টি বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের দায়িত্বে থাকা রেফারির সমালোচনা করা হয়। নিচে সেগুলো তুলে ধরা হলো:

২ মিনিট: লুই সুয়ারেসের অফসাইড গোল।
১১ মিনিট: ডিবক্সের মধ্যে মাশ্চেরানোর হাতে বল লাগলেও পিএসজিকে পেনাল্টি দেওয়া হয়নি।
২৩ মিনিট: পিকেকে লাল কার্ড দেখানো হয়নি।
৪২ মিনিট: পিকের দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কথা ছিল। অথচ এডিনসন কাভানিকে বুকড করা হয়।
৪৫ মিনিট: অতিরিক্ত সময় হিসেবে যোগ করা হয়েছে সাড়ে তিন মিনিট।
৪৮ মিনিট: শুধু শুধু বক্সের মধ্যে পেনাল্টির সুযোগ খুঁজেছেন নেইমার।   
৫৪ মিনিট: আরও একবার পেনাল্টির সুযোগ খুঁজেছেন নেইমার। অথচ তাকে কার্ড দেখানো হয়নি।
৬৪ মিনিট: নেইমারকে লাল কার্ড দেখানো উচিৎ ছিল।
৭৮ মিনিট: ডিবক্সে পিকের হ্যান্ডবল হলেও পিএসজিকে পেনাল্টি দেওয়া হয়নি।
৮৫ মিনিট: মাশ্চেরানো ডিবক্সে ডি মারিয়াকে ফেলে দিলেও পেনাল্টি দেওয়া হয়নি।
৮৯ মিনিট: ইচ্ছা করে ডাইভ দিয়ে পেনাল্টি নিয়েছেন সুয়ারেজ।
৯০ মিনিট: অতিরিক্ত সময় হিসেবে পাঁচ মিনিট যোগ করা হয়েছে (অথবা বার্সা গোল না করা পর্যন্ত)।
৯২ মিনিট: আরেকবার ইচ্ছে করে পেনাল্টির সুযোগ খুঁজেছিলেন সুয়ারেজ। অথচ এবার তার দ্বিতীয় হলুদ কার্ড দেখার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।