[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অগ্রহায়ণ ১৪২৪, ২৩ নভেম্বর ২০১৭

bangla news

সিরাজগঞ্জকে উড়িয়ে বিকেএসপির শুভ সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-০৯ ৮:৫২:০০ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী কাপ অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর আঞ্চলিক (গ্রুপ) পর্বে নিজেদের প্রথম খেলায় বিকেএসপি বিশাল ব্যবধানে জয় নিয়ে শুভ সূচনা করেছে। সিরাজগঞ্জকে ৮-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিকেএসপি।

বিকেএসপির আরাফাত (৪টি) ও মেরাজের (৩টি) হ্যাটট্রিকের সুবাদে বড় জয় পায় দলটি। অপর গোলটি করেন ফাহিম।

বংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে শুরু হয়েছে আঞ্চলিক (গ্রুপ) পর্বের এ প্রতিযোগিতা। মোট ৮টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

গ্রুপ ‘এ’র দল গুলো হলো বিকেএসপি, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা এবং গ্রুপ ‘বি’র দল গুলো হলো রাজবাড়ী, মেহেরপুর, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর। আগামী ১১ ও ১৩ মার্চ চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জের বিপক্ষে খেলবে বিকেএসপি।

উল্লেখ্য, বিকেএসপি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে যশোর শিক্ষা বোর্ডকে ৭-২ ও ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বিকেএসপি দলের কোচের দায়িত্ব আছেন পরিতোষ দেওয়ান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa