ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা ভুলে স্বরূপে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা ভুলে স্বরূপে মারে অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা ভুলে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। রজার ফেদেরারের পর দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে (শেষ ষোলো) পা রেখেছেন ব্রিটিশ আইকন।

তিউনিশিয়ান মালেক জাজিরিকে সরাসরি সেটে হারিয়ে কোর্ট ছাড়েন মারে। অবশ্য, ৬-৪ গেমের প্রথম সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

দ্বিতীয় সেটে (৬-১) স্বরূপে ফেরেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মারের প্রতিপক্ষ স্প্যানিশ গিলের্মো গার্সিয়া লোপেজ। যিনি সার্বিয়ার ভিক্টর ত্রোইস্কিকে ৬-৪, ৬-৩ গেমে পরাজিত করে প্রথম রাউন্ডের বাধা পার করেন।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা দৌড়ে ফেভারিট হয়েও চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেন মারে। পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে ইতিহাস গড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার।

সুইস আইকনও অংশ নিয়েছেন দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে। প্রথম রাউন্ডে ফ্রান্সের বেনোইত পেইরেকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দুর্দান্তভাবেই দুবাই মিশন শুরু করেছেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।