ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
টাইগারদের বিপক্ষে লঙ্কানদের টেস্ট স্কোয়াড ঘোষণা টাইগারদের বিপক্ষে লঙ্কানদের টেস্ট স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে শ্রীলঙ্কান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ড।

ঘোষিত স্কোয়াডে সাত ব্যাটসম্যানের পাশাপাশি চার পেসার আর চার স্পিনার রয়েছে।

ঘরোয়া লিগে খেলা বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পাকুমারাকে দলে নেওয়া হয়েছে।

ক’দিন আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে ধারণা করা হয়েছিল দিনেশ চান্দিমাল অথবা উপল থারাঙ্গাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।

তবে গত বছর জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের ২-০তে সিরিজ জেতানোর সময় নেতৃ্ত্ব দিয়েছিলেন হেরাথ। সেবার দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাই তার ওপরই ভরসা রেখেছে বোর্ড।

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। আগামী ৭ মার্চ গলে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নামবে দু’দল। ১৫ মার্চ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

লঙ্কানদের টেস্ট স্কোয়াড: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, দিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, গুনারত্ন, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া বান্দারা, দিলিরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, মালিন্দা পুষ্পাকুমারা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায় ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।