ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে ক্যারিবীয় সফরে হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইনজুরি কাটিয়ে ক্যারিবীয় সফরে হেলস অ্যালেক্স হেলস/ছবি: সংগৃহীত

হাতের ফ্র্যাকচার থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরছেন অ্যালেক্স হেলস। যদিও এখনো অফিসিয়ালি স্কোয়াডে যুক্ত হননি। মেডিকেল টিম ও কোচিং স্টাফের চোখে পর্যান্ত ফিট বিবেচিত হলেই ব্যাটিংয়ে ফিরবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় উড়াল দেওয়ার কথা ওয়ানডেতে ইংল্যান্ডের রেকর্ড সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার হেলসের (১৭১, পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু, সেখানে তার পুনর্বাসন অব্যাহত থাকবে।

স্ক্যান রিপোর্ট ইতিবাচক হওয়ার ক্যারিবীয় সিরিজে ফিরেছেন তিনি।

গত জানুয়ারিতে ভারত সফরে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ওপেনার। তাই ও. ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত মূল দলে তাকে রাখা হয়নি।

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।