ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

ন্যাশনাল ক্রিকেট সেন্টারের কোচ হলেন হ্যারিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ন্যাশনাল ক্রিকেট সেন্টারের কোচ হলেন হ্যারিস রায়ান হ্যারিস/ছবি: সংগৃহীত

ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারের (এনসিসি) কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। তার সঙ্গী সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু এলিয়ট।

ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াড ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের তরুণ স্কোয়াড নিয়ে কাজ করবেন দু’জন। তাদের প্রথম চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কার বিপক্ষে এপ্রিলের হোম সিরিজ।

খন্ডকালীন মেয়াদে কোচিং অভিজ্ঞতা রয়েছে ৩৭ বছর বয়সী হ্যারিসের। এনসিসি’তে খেলোয়াড় পরবর্তী ক্যারিয়ার অব্যাহত রাখবেন তিনি। ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিট টিমে তাকে কোচিং ভূমিকায় দেখা গেছে।

অন্যদিকে, ৪৫ বছর বয়সী এলিয়ট সব ধরনের ক্রিকেট থেকে বিদায় ‍নেন ২০০৮ সালে। এরপর তিনি ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ও ভিক্টোরিয়ার হয়ে কোচিং পেশায় পা রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।