ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানে খেলতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
পাকিস্তানে খেলতে চান সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তানের মাটিতে খেলতে ইচ্ছে পোষণ করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘পাকিস্তানের পরিবেশ ভালো হবে, আবারো পাকিস্তানে খেলতে চাই।’

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলছেন সাকিব। এবারের ফাইনালটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানে নিরাপত্তা শঙ্কা থাকায় বিদেশি তারকা ক্রিকেটাররা লাহোরে ফাইনালে অংশ নিতে চাচ্ছে না। পিএসএলে খেলা সাকিব-তামিম-মাহমুদুল্লাহ রিয়াদের দল ফাইনালে উঠলেও অবশ্য খেলা হবে না এই তিন বাংলাদেশির। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজে যোগ দেবেন তারা। আগামী ০৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, সাকিব জানান, ‘আমি সবশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছি। এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। ওদের মাঠ, দর্শক, পরিবেশ, ভক্ত আর আবহাওয়া সবকিছুই দারুণ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সত্যিই পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চাই। ’

ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব সেবার ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন। একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তবে, বাংলাদেশ ওয়ানডে সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর পিএসএল প্রসঙ্গে সাকিব জানান, ‘যদি পাকিস্তানের মাটিতে পিএসএল আয়োজন করা হতো, তাহলে আমিরাতের থেকেও সেখানে আসরটি আরও বেশি জমতো। বর্তমানে পাকিস্তানের অবস্থা কিছুটা নাজুক। কিন্তু, আমি আশা করি খুব বেশিদিন এমনটি থাকবে না। পাকিস্তানের পরিবেশ ভালো হবে আর সেখানে আরও ভালো ভালো আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সিরিজ আয়োজিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।