ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রিয়ালকে নিয়ে ভাবছে না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
রিয়ালকে নিয়ে ভাবছে না বার্সা রিয়ালকে নিয়ে ভাবছে না বার্সা/ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল-বার্সার লড়াইটা জমে উঠেছে। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলেও খুব বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাগতিক ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে গ্যালাকটিকোরা।

সে যাই হোক, অন্য কোনো টিমকে নিয়ে ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। দলের অন্যতম সেরা তারকা নেইমারের কথায় তা স্পষ্ট।

শুধুমাত্র নিজেদের খেলার দিকেই দৃষ্টি রাখছে লুইস এনরিকের শিষ্যরা।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমরা অন্য দলগুলোকে নিয়ে ভাবছি না। আমাদের অবশ্যই নিজেদের যত্ন নিতে হবে। প্রতিদ্বন্দ্বিরা তাদের সেরাটা দিবে অথবা তারা ব্যর্থ হবে। আমি জয়ের (অ্যাতলেতিকো ম্যাচ) জন্য খুশি। আমরা জানতাম এটা কঠিন হবে। দলকে অভিনন্দন। ’

আগামী বুধবার (১ মার্চ) পরবর্তী লিগ ম্যাচে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় খেলা শুরু হবে।

পয়েন্ট টেবিলে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কাতালানরা। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে তিনে সেভিয়া। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টের লিড রিয়ালের।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।