ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কোহলিরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে: শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
কোহলিরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে: শচীন ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেলেও স্বাগতিক ভারতের উপর থেকে আস্থা হারাচ্ছেন না দেশটির ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস শচীনের।

পুনের উইকেটে অজিদের প্রথম ইনিংসে ২৬০ রানের পর ভারত ১০৫ রানেই গুটিয়ে যায়। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান করলে ভারতের টার্গেট দাঁড়ায় ৪৪১ রান।

কিন্তু ভারত ১০৭ রানে পরের ইনিংসে সবকটি উইকেট হারালে লজ্জার হার মানতে হয়। অজি দলের অখ্যাত স্পিনার স্টিভ ও’কিফ দুই ইনিংস মিলে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।

টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল বিরাট কোহলির ভারত। অজিরা তাদের মাটিতে টেনে নামিয়েছে। তবে, ক্রিকেটে এমন ধস হওয়া স্বাভাবিক জানিয়ে শচীন বলেছেন, ‘হার-জিত খেলারই অংশ। বড় ব্যবধানে হারাটাও স্বাভাবিক। আমি জানি ভারত লড়তে জানে। পরের ম্যাচেই কোহলির দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে। আসন্ন ম্যাচে তারা অবশ্যই আরও ভালো পারফর্ম করবে। ’

শচীন আরও জানান, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য খুব কঠিন সময় ছিল। প্রথম ম্যাচে ভারত হেরেছে বলেই সিরিজ শেষ হয়ে যাচ্ছে না। এখনও সিরিজের অনেক দূর বাকি। আপনারা কি ভারতের টিম স্পিরিট মনে করতে পারেন, আমি জানি ঘুরে দাঁড়াবার মতো তাদের দুর্দান্ত গতি রয়েছে। আমার মতো অস্ট্রেলিয়াও জানে ভারত কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। ’

ভারতীয় ক্রিকেটের মহাতারকা আরও যোগ করেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলেছি আর তাদের মাটিতেই তাদের হারিয়েছি, তখন আমরা বুঝতে পারতাম স্বাগতিকরা দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়াতে চাইছে। এটাই স্পোর্টসের উপভোগ্য দিক। এর জন্যই খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়ে খেলে। ভালো আর কঠিন সময় হলেও ক্রিকেটারদের পা মাটিতেই রাখা উচিৎ। ’

আগামী ৪ মার্চ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অতিথি হয়ে খেলতে যাওয়া অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই ১-০ তে লিড নিয়েছে অজিরা। প্রথম টেস্টে প্রায় পৌনে তিন দিনেই জয় তুলে নেয় স্টিভেন স্মিথের দল।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।