ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পেট খারাপ হওয়ায় মাঠ ছাড়লেন রেনশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পেট খারাপ হওয়ায় মাঠ ছাড়লেন রেনশ পেট খারাপ হওয়ায় মাঠ ছাড়লেন রেনশ-ছবি:সংগৃহীত

বহুল আলোচিত ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ শুরু হয়েছে। পুনেতে হওয়া চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আর দলের হয়ে শুরুটাও দারুণ করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ।

দলীয় ৮২ রানে ওপেনিং জুটি ভাঙেন ভারতীয় পেসার উমেশ যাদব। ব্যক্তিগত ৩৮ রানে ওয়ার্নারকে ফেরান তিনি।

তবে এক বল পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার রেনশ।

পেট খারাপ হওয়ায় (আপসেট স্টোমাক) খুব দ্রুতই বাঁহাতি এ ওপেনার মাঠ ছাড়েন। তার বদলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন শন মার্শ। সে সময় ব্যাটিংয়ে অপরপ্রান্তে ছিলেন অধিনায়ক স্মিথ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।