ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আইপিএল নিলাম

রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিল পুনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিল পুনে বিদেশি ক্যাটাগরিতে রেকর্ড দরে বেন স্টোকস-ছবি:সংগৃহীত

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলাম পর্ব। যেখানে ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিল পুনে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

আইপিএলের ইতিহাসে বেন স্টোকসের এটি দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়াদ্রাবাদ।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে ১ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরু ১ কোটি রুপিতে দলে নিয়েছে ভারতীয় পবন নেগিকে। আর শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ২ কোটি রুপিতে ভিড়িয়েছে দিল্লি।

টাইমাল মিলসস্টোকসের পর ইংল্যান্ডের ফাস্ট বোলার টাইমাল মিলসকে সর্বোচ্চ ১২ কোটি রুপিতে দলে নিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে একজন বোলারকে সর্বোচ্চ দরে কেনা হলো। সাড়ে ৪ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পেট কামিন্সকে দলে নিয়েছে দিল্লি। আর অজি সাবেক পেসার মিচেল জনসনকে ২ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে।

বিদেশি ক্যাটাগরিতে ফাস্ট বোলারদের দিকে ঝুকেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে কামিন্সের আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে ৫ কোটি রুপিতে পেয়েছে দিল্লি। আর নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে ৫ কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এখনও চলছে নিলাম। পরবর্তী নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।