ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে রুমানাদের চ্যালেঞ্জিং লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বাঁচা-মরার ম্যাচে রুমানাদের চ্যালেঞ্জিং লক্ষ্য বিশ্বকাপ বাছাইপর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ নারী দলের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য/ছবি: সংগৃহীত

ভারতের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় এক ধাক্কাই লাগে। নেট রান রেটের হিসেবে বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পেতে হবে দুর্দান্ত জয়। লঙ্কানদেরও এটি বাঁচা-মরার ম্যাচ। টাইগ্রেসদের ১৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক রুমানা আহমেদ। নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৭।

৮৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ওয়ানডাউনে নামা চামারি আতাপাত্তু।

দুই ওপেনার নিপুনি হান্সিকা ১৯ ও হাসিনি পেরেরার ব্যাট থেকে আসে ৩২। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন সালমা খাতুন। একটি করে নেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও শায়লা শারমিন।

পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল ইংল্যান্ডে অনুষ্ঠেয় (২৪ জুন শুরু) বিশ্বকাপে উত্তীর্ণ হবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার নিশ্চিত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে শ্রীলঙ্কা। সমান ম্যাচে ২ পয়েন্টে পঞ্চম স্থানে বাংলাদেশ। লঙ্কানদের হারাতে পারলে দু’দলের পয়েন্ট সমান হবে। কিন্তু, রান রেটের গাণিতিক মারপ্যাঁচে আশা ক্ষীণ! ৪ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।