ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

টেনিস

রিয়ালের প্রেসিডেন্ট হতে চান নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
রিয়ালের প্রেসিডেন্ট হতে চান নাদাল রিয়ালের প্রেসিডেন্ট হতে চান রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

টেনিস খেলোয়াড় হয়ে ফুটবল ক্লাব প্রধান হওয়ার স্বপ্নপূরণ কী আদৌ সম্ভব! তাও আবার রিয়াল মাদ্রিদের। এমন ইচ্ছার কথাই প্রকাশ করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। কোনো একদিন রিয়ালের প্রেসিডেন্ট হতে চান ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

নাদালের চাচা মিগুয়েল অ্যাঙ্গেল নাদাল ছিলেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। নাদাল আবার মাদ্রিদের ভক্ত।

টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের স্বপ্ন লা লিগা ও ইউরোপিয়ান জায়ান্টদের হাল ধরা।

স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’কে দেওয়া সাক্ষাৎকারে ত্রিশ বছর বয়সী নাদাল বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটি (রিয়ালের প্রেসিডেন্ট হওয়া) পছন্দ করবো কি না, অবশ্য তা চাই, কেন নয়? কিন্তু, এখানে আরও অনেক কিছু রয়েছে... আমার মনে হয় এটা হবে ‍না। ’

লা লিগার শিরোপা খরা (সবশেষ ২০১১-১২) কাটাতে দুর্দান্ত গতিতে ছুটছে জিনেজিন জিদানের রিয়াল। দুই ম্যাচ কম খেলা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্টের লিড নিয়ে শীর্ষে গ্যালাকটিকোরা (১৯ ম্যাচে ৪৬)।

বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ভূয়সী প্রশংসাই করেছেন গত মাসের অস্ট্রেলিয়ান ওপেন রানারআপ নাদাল, ‘আমরা বরাবরের মতোই খুবই ভালো অবস্থানে রয়েছি। বর্তমানে আমাদের একজন গ্রেট প্রেসিডেন্ট আছেন এবং আমাকে রিয়ালের প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু, ভবিষ্যতে কী ঘটতে পারে তা আমরা কেউই জানি না। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।