ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রুমানা-জাহানারাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ রুমানা-জাহানারাদের বাংলাদেশ নারী দল (বাংলানিউজ ফাইল ফটো)

সফরকারী দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশের নারী দল। ২-০তে সিরিজে পিছিয়ে থাকা রুমানা-জাহানারা-সালমা-পান্নাদের এবার শেষ সুযোগ সিরিজে ঘুরে দাঁড়ানোর, সিরিজ বাঁচানোর।

সোমবার (১৬ জানুয়ারি) পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। পরের ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরুতে পারেনি রুমানার দলটি। দ্বিতীয় ম্যাচে হেরেছে মাত্র ১৭ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিতে না পারলে সিরিজ খোয়াবে টাইগ্রেসরা। সেটিও আবার দুই ম্যাচ বাকি থাকতেই।

নারী দলের নতুন কোচ ডেভিড ক্যাপেলের কপালেও চিন্তার ভাঁজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যাচ হাতছাড়ার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে ফিল্ডারদের মিস ফিল্ডিং আর বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে বড় স্কোর গড়তে পেরেছিল প্রোটিয়ারা। তারপরও ব্যাটিংয়ে নেমে ২০০ পেরুনো দলীয় স্কোর উঠেছিল বাংলাদেশের।

পেছনের ব্যর্থতা ভুলে তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় ক্যাপেলের ছাত্রীরা। প্রোটিয়াদের থেকে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই টাইগ্রেসদের।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।