ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানছেন বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১০

জোহানেসবার্গ: খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন স্প্যানিশ কোচ ভিসেন্ত ডেল বস্ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ইংল্যান্ড ও ইতালিকে দেখে শিক্ষা নেওয়ার কথা বলেছেন বস্ক। বলেন,“প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। খেলার প্রথমার্ধেই কেউ জয় নিশ্চিত করতে পারে না। ইংল্যান্ড ও ইতালির মতো বিশ্ব চ্যাম্পিয়নরাও জয়ের জন্য সংগ্রাম করেছে। ”

কোচ হিসেবে প্রথমবারের মত বিশ্বকাপে আসা ভিসেন্ত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন,“এটা আমার প্রথম বিশ্বকাপ হলেও বিশ্ব ফুটবল সম্পর্কে ভাল ধারণা আছে আমার। তাই কোচ এবং খেলোয়াড়দের সতর্ক থাকা ভাল। ”

কোচ আরো বলেন,“সুইজারল্যান্ড কেবল এক দল খেলোয়াড়ের সর্বস নয়। দলও বটে। তারা বাছাই পর্ব থেকে সরাসরি বিশ্বকাপে এসেছে। ওটমার হিটসফেল্ড এর সুইসদের দুর্বল ভাবার সুযোগ নেই। ”

স্পেন সম্পর্কে সতর্ক করে দিয়ে ভিসেন্ত বলেন,“মাঠে আমরা অবশ্যই আমাদের ঐতিহ্য আর বিশেষত্বের প্রমাণ দেব। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘ. ১৬ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।