ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

৩৫০ মিলিয়ন ইউরো আয়ের আশায় বায়ার্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
৩৫০ মিলিয়ন ইউরো আয়ের আশায় বায়ার্ন

বার্লিন: জার্মান ফুটবল কাব বায়ার্ন মিউনিখের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগগে আশা করেন রেকর্ড পরিমাণ অর্থ ৩৫০ মিলিয়ন ইউরোর আয় করতে যাচ্ছে তার ক্লাব।

মঙ্গলবার ফোকাস মানি ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।



বলেন,“প্রথমবারের মতো আয়ের পরিমাণ ৩০০ মিলিয়ন ছাড়িয়ে যাওয় এমনটা আশা করছি আমরা।   সেই সঙ্গে অ্যালিয়াঞ্জ অ্যারেনার (বায়ার্নের স্টেডিয়াম) থেকে যা আসবে সব মিলিয়ে আমরা হিসেব করেছি ৩৫০ মিলিয়নের কাছাকাছি। ”

গত মৌসুমের জার্মানর লিগ আর ক্লাব আসরের দুটি শিরোপাই উঠেছে বার্য়ানের ঘরে। তবে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে হার মানতে হয়েছিল ইতালিয়ান শক্তি ইন্টার মিলানের কাছে।

এর আগে ২০০৬-৭ মৌসুমে জার্মানির আরেক ক্লাব বেভারিয়ান কাবের দখলে ছিল সর্বোচ্চ আয় ২৮৬ দশমিক ছয় মিলিয়ন ইউরো।

এই গ্রীষ্মে বদলির বাজারে কোন খরচ করতে হয়নি ক্লাবটির। ফলে ১৬তম বছরটিতে বিশাল লাভের আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।