ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউসুফের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
ইউসুফের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাট

বার্মিংহাম: ইংল্যান্ডের কাছে টানা দুটি টেস্ট হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সিদ্ধান্তে দলে ফিরেছেন মোহাম্মদ ইউসুফ। উদ্দেশ দলের ভঙ্গুর ব্যাটিংকে খানিকটা মুজবুত অবস্থায় নিয়ে যাওয়া।

অধিনায়ক সালমান বাটও মনে করেন ইউসুফের অন্তর্ভুক্তিতে ব্যাটিংয়ে কিছুটা ভারসাম্য ফিরে আসেবে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন,“আশা করি রান পাবেন ইউসুফ। আমরা আশা করি তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। এছাড়া তরুণরাও অনেককিছু শেখার সুযোগ পাবে। ”

এজবাস্টনের দ্বিতীয় টেস্টের একদিন আগে ইংল্যান্ড পৌঁছান পাকিস্তানের সাবেক অধিনায়ক। ওই ম্যাচে ইউসুফের খেলা  সমীচীন হতো না। কারণটা বাট নিজেই বলেন,“ওই টেস্টের আগে ১৫ দিন লাহোরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তাই পর্যাপ্ত অনুশীলনও করতে পারেননি ইউসুফ। ”

পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট খেলেছেন ইউসুফ। করেছেন ৭৪৩১ রান। আছে ১২টি শতক। ইংল্যান্ডের বিপক্ষে রানের গড়টাও সবচেয়ে বেশি তারই। মাঝে পিসিবি থেকে নিষেধাজ্ঞার খরগ নামায় ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছিলেন ইউসুফ।

১৮ আগস্ট ওভালের তৃতীয় টেস্টে সেই ইউসুফকেই দেখতে চান পাকিস্তানের তরুণ অধিনায়ক। প্রথম দুই টেস্টের মতো সিরিজের বাকি দুই ম্যাচে ভরাডুবি আশা করেন না বাট। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ৩৫৪ রান আর দ্বিতীয় টেস্ট ৯ উইকেটে হারে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।