ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ পর্যন্ত ৩০ জনকে প্রশিক্ষণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
বিশ্বকাপ পর্যন্ত ৩০ জনকে প্রশিক্ষণ

ঢাকা: বিশ্বকাপের আগে জাতীয় লিগের চারদিনের ম্যাচও আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির কারিগরি ও মূল্যায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



তবে বিশ্বকাপের আগে জাতীয় লিগের চারদিনের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটাররা খেলার সুযোগ পাবে কি না এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ক্রিকেট পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, বিশ্বকাপের আগে চারদিনের ম্যাচের প্রথম পর্বের খেলা হবে। বাকি ম্যাচগুলো হবে বিশ্বকাপ শেষে এপ্রিল-মে মাসে।

এদিকে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, মূল্যায়ন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য শিগগিরই ৩০ জনের একটি দল নির্বাচন করা হবে। বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে ক্যাম্পে রেখে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।