ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বোল্টকে হারানোর প্রতিজ্ঞায় গে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১০

ঢাকা: ১০০ মিটার স্প্রিন্টের বিশ্বসেরা উসাইন বোল্টকে পেছনে ফেলার প্রত্যয় পুনর্ব্যক্ত কারলেন ইভেন্টের দ্বিতীয় সেরা যুক্তরাষ্ট্রের টাইসন গে।

বোল্টকে হারাতে না পারলে অ্যাথলেটিক্স ছেড়ে দেবেন বলে জানান এই মার্কিন স্প্রিন্টার।

‘‘সেরা হয়ে ওঠার  অথবা ছেড়ে দেওয়ার এটাই সময়। ’’ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘‘আমি প্রায় বলি বোল্টকে হারানোর ক্ষমতা আমার আছে। কিছুদিনের মধ্যে আমি এটা না পারলে স্প্রিন্ট-ই ছেড়ে দেবো। আমি মন থেকে বিশ্বাস করি তাকে হারাতে পারবো। ’’

তবে শারীরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা অলিম্পিক ও বিশ্ব সেরা জ্যামাইকান অ্যাথলেটকে হারানো সহজ হবে না গে’র জন্য।

৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে রেকর্ড গড়েন বোল্ট। অন্যদিকে গে’র সেরা টাইমিং হচ্ছে ৯.৬৯ সেকেন্ড। চোট তার ক্যারিয়ারের প্রধান বাঁধা হওয়ায় পাল্লা দিয়ে সুবিধা হচ্ছে না মার্কিন এই অ্যাথলেটের পক্ষে।

চোট সারিয়ে এই জুলাইয়ে মাঠে ফিরতে চান গে। ৩ জুলাই ওরেগন ডায়মন্ড লিগের ২০০ মিটারের ইভেন্ট দিয়েই প্রতিযোগিতার ময়দানে আসতে চান তিনি।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ২৩ বছরের বোল্ট-ও গোঁড়ালির চোটে এখন মাঠের বাইরে। এ সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা আছে তার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৩ ঘ. ১৬ জুন, ২০১০
এএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।