ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারতকে লজ্জা দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
ভারতকে লজ্জা দিলো নিউজিল্যান্ড

কলম্বো: ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হোঁচট খেলো ভারত। মঙ্গলবার তারা হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে।



নিউজিল্যান্ড: ২৮৮ (৪৮.৫ ওভার)
ভারত: ৮৮ (২৯.৩ ওভার)

ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ড বোলাদের কাঁপন ধরিয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। কিন্তু সে ধারা বেশিক্ষণ থাকেনি। দলীয় ৩৯ রানের মাথায় কাইল মিলসের বলে ক্যাচ তুলে উইকেটের পেছনে ধরা পড়েন। সাজঘরে ফেরেন ১৯ রানে।

অঘটনের সূত্রপাত সেখান থেকেই। শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। দলীয় ৬৭ রান তুলতে আরো ৬ উইকেট খুঁইয়ে বসে ভারত। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেবাগ (১৯), দিনেশ কার্তিক (১৪) ও রবীন্দ্র জাদেজা (২০) ছাড়া অন্যরা দুই অঙ্কের কোটাও পূরণ করতে পারেনি।

ড্যারিল টাফি তিন উইকেট নেন ৩৩ রানে। দুটি করে উইকেট নেন জ্যাকব ওরাম ও কাইল মিলস।

এর আগে অধিনায়ক রস টেলরের ৯৫ ও স্কট স্টাইরিসের ৮৯ রানের সুবাদে ২৮৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

ভারতের পক্ষে ৪৭ রান দিয়ে চারটি উইকেট নেন আশিষ নেহরা। এছাড়া প্রভীন কুমার নেন তিন উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন কিউই অধিনায়ক রস টেলর।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।