ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আর্ন্তজাতিক ফুটবল খেলবে না থমসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
আর্ন্তজাতিক ফুটবল খেলবে না থমসন

কোপেনহেগেন: আর্ন্তজাতিক ফুটবলকে বিদায় জানালেন ডেনমার্কের অধিনায়ক জন ডাল থমসন।

৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার খেলেছেন ১১২ টি ম্যাচ।

সর্বশেষ ২০১০ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে  নেমেছেন জাপানের বিপক্ষে। ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি।

ড্যনিস ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এক সাক্ষাৎকরে তিনি বলেন,“জাতীয় দল সব সময়ই আমার ক্যারিয়ারের উপর প্রভাব ফেলেছে। নিজের দেশকে উপস্থাপন করা আমার জন্য অনেক বড় সম্মানের। ”

১৩ বছর জাতীয় দলের খেলা জন ডাল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও কাব ফুটবলে থাকছেন।

খেলেছেন ডাচ কাব হেরেনভেন, ইংলিশ কাব নিউক্যাসেল, ইতালির এসি মিলান, জার্মানির স্টুটগার্ড ও স্পেনের ভিয়ারিয়ালে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘন্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।