ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রোনালদোর পর্তুগালের ইউরো স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
রোনালদোর পর্তুগালের ইউরো স্কোয়াড ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানোর রোনালদোর নেতৃত্বে ২৩ সদস্যের ইউরো স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। সম্প্রতি বেনফিকা থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখানো ১৮ বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার রেনাতো সানচেজকেও দলে রেখেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

 

ইনজুরি কারণে দলে নেই তারকা ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও। রিয়াল মাদ্রিদ থেকে ২০১৫-১৬ মৌসুমে মোনাকোতে ধারে খেলেন ২৮ বছর বয়সী এ লেফট ব্যাক।

ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন ১৫তম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। গ্রুপ ‘এফ’ এ ২০০৪ আসরের রানারআপ পর্তুগালের প্রতিপক্ষ হাঙ্গেরি, অস্ট্রিয়া ও আইসল্যান্ড। অভিজ্ঞ রোনালদোর যোগ্য নেতৃত্বে অধরা ইউরো জেতার স্বপ্নই দেখছেন পর্তুগিজরা!

পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: রুই প্যাট্রিসিও (স্পোর্টিং লিসবন), অ্যান্থনি লোপেজ (লিয়ন), এদুয়ার্দো (ডায়নামো জাগরেব)।

ডিফেন্ডার: ভিয়েইরিনহা (উলফসবার্গ), রাফায়েল গিরেইরো (লরিয়েন্ত), চেড্রিক সোরস (সাউদাম্পটন), এলিসিউ (বেনফিকা), ব্রুনো আলভেস (ফেনেরবাখ), জোসে ফন্তে (সাউদাম্পটন), রিকার্ডো কারভালহো (মোনাকো), পেপে (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: উইলিয়াম কারভালহো (স্পোর্টিং লিসবন), দানিলো পেরেইরা (পোর্তো), জোয়াও মুতিনহো (মোনাকো), আদ্রিয়েন সিলভা (স্পোর্টিং লিসবন), জোয়াও মারিও (স্পোর্টিং লিসবন), আন্দ্রে গোমেস (ভ্যালেন্সিয়া), রেনাতো সানচেজ (বেনফিকা/বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এদার (লিলে), নানি (ফেনেরবাখ), রিকার্দো কুরেসমা (বেসিকটাস), রাফা সিলভা (ব্রাগা)।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।