ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ইব্রাকে পেতে কোনো প্রস্তাবই দেয়নি ম্যানইউ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ইব্রাকে পেতে কোনো প্রস্তাবই দেয়নি ম্যানইউ! ছবি: সংগৃহীত

ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবের বিষয়টি অসত্য বলে দাবি করেছেন সুইডিশ তারকার এজেন্ট। এসব খবর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন মিনো রাইওলা।

তবে কী এতদিন ধরে যেসব গুঞ্জন বাতাসে উড়ে বেড়াচ্ছিল সবই মিথ্যা!

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। ইতোমধ্যেই ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছেন সাবেক বার্সেলোনা তারকা। আগামী মৌসুমে তার ম্যানইউ, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমানোর গুঞ্জন উঠেছিল। এসি মিলানে ফিরে যাওয়ার গুজবও রটে।

তবে সব ছাপিয়ে ইব্রাহিমোভিচের ইংলিশ লিগে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনার কথাই বিভিন্ন সময়ে আলোচিত হয়। মৌসুম শেষে হোসে মরিনহোর ম্যানইউর কোচ হওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই চলে আসছে। জানা যায়, পর্তুগিজ কোচ ওল্ড ট্রাফোর্ডে পা রাখলে সাবেক শিষ্য ইব্রাকেও উড়িয়ে আনবেন!

সে যাই হোক, সব গুজবে পানি ঢেলে দিলেন ইব্রার এজেন্ট মিনো রাইওলা, ‘এই বিশ্বে আমাদের এটি মেনে নিতেই হবে যে, কিছু সাংবাদিক তাদের মনগড়া কল্পনা দিয়ে একটা জিনিস দাঁড় করায়। ইব্রাহিমোভিচকে দলে ভেড়াতে ম্যানইউর পক্ষ থেকে আর্থিক প্রস্তাব দেওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরনের বেশিরভাগ খবরেরই উৎপত্তি ফ্রান্স থেকে। ’

এদিকে, নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ইব্রাহিমোভিচ। কিন্তু, ক্লাবের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমআরএম

** ইব্রার পরবর্তী ক্লাব চূড়ান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।