ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

শিরোপা জিতলেন কুজনেতসোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
শিরোপা জিতলেন কুজনেতসোভা

সান দিয়েগো: রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা রোববার সান দিয়োগো ওপেনের ফাইনালে পোল্যান্ডের আনিয়েস্কা রাদভানস্কাকে হারিয়ে ক্যারিয়ারের ১৩তম শিরোপা জিতেছেন।

র‌্যাঙ্কিংয়ের ২১তম স্থানে থাকা কুজনেতসোভা ৬-৪, ৬-৭ (৭/৯) ও ৬-৩ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের ১০তম সেরাকে।



শিরোপা জেতার পর কুজনেতসোভা বলেন,“আমার মনে হয, জীবনে এই প্রথম শ্বাসরুদ্ধকর এক ম্যাচ খেলেছি। এর আগে কখনো এমনটি হয়নি। আমি জানি না কেন এমন হলো। খেলায় ভালোভাবে বলও তৈরি করতে পারেনি। যেন হাঁটু কাঁপ ছিলো। ”

গত বছর বেইজিং ওপেনের ফাইনালেও দুটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী কুজনেতসোভার কাছে হেরেছিলেন পোলিশ তারকা রাদভানস্কা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।