ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ড যাচ্ছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ১, ২০১১
ইংল্যান্ড যাচ্ছেন সাকিব

ঢাকা: ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে শুক্রবার ইংল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার ভিসা হাতে পেয়েছেন তিনি।



কাউন্টি ক্রিকেটে শুরু হয়েছে এপ্রিল থেকে। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ত সূচি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইএল) এর খেলা থাকায় তার দল উস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। মূলত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এখন ইংল্যান্ড যাচ্ছেন।

৩ জুন সকালে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাকিব। ওইদিনই লন্ডনে পৌঁছে পরের দিনই মাঠে নামতে পারেন। খেলার মধ্যে থাকায় টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ অধিনায়কের কোন সমস্যা নেই।

গত মৌসুমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান সাকিব। তখন দ্বিতীয় বিভাগের দল ছিলো উস্টারশায়ার। সাকিবের দুর্বার পারফরমেন্সে প্রথম বিভাগে উন্নীত হয় দলটি। ফলে বর্তমান মৌসুমের জন্যও তার সঙ্গে চুক্তিবদ্ধ হয় উস্টরশায়ার।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।