ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

সেমিফাইনালে জকোভিচ ও শিয়াভোনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মে ৩১, ২০১১

প্যারিস: ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ইতালির ফ্যাবিও ফগনিনি বাম পায়ের মাংসপেশীতে টানের কারণে প্রতিযোগিতায় থেকে নিজেকে প্রত্যাহার করায় লড়াই ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করেন র‌্যাঙ্কিয়ের দ্বিতীয় সেরা জকোভিচ।

এদিকে মহিলা বিভাগে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শিয়াভোনে পরাজিত করেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলেচেঙ্কোভাকে। মঙ্গলাবার সেমিফাইনালে লড়াই হয় প্রতিযোগিতার সবচেয়ে সিনিয়র ৩০ বছর বয়সী শিয়াভোনে ও সবচেয়ে জুনিয়র আনাস্তাসিয়ার মধ্যে। সে লড়াইয়ে রোঁল্যা গ্যাঁরোতে শিরোপাজয়ী প্রথম ইতালিয়ান মহিলা শিয়াভোনের কাছে পাত্তা পাননি ১৪তম র‌্যাঙ্কিসেরা ১৯ বছরের এই রাশিয়ান তরুণী।

এদিকে পুরুষ একক থেকে কোয়ার্টার নিশ্চিত করেছেন বৃটেনের অ্যান্ডি মারে। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে ফ্রান্সের গেইল মনফিলসের মুখোমুখি হয়েছেন  সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা, ৩১ মে, ২০১১

এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।