ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নিলামে উঠবে কয়েন, স্কোরকার্ড আর বল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
নিলামে উঠবে কয়েন, স্কোরকার্ড আর বল

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ক্রিকেটপ্রেমীদের জন্য চলতি বিশ্বকাপের মূল্যবান কিছু সামগ্রী নিজেদের করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। আর এসব মূলবান সামগ্রীর মধ্যে রয়েছে টস করার কয়েন, অফিসিয়াল স্কোরকার্ড এবং ম্যাচে ব্যবহৃত বল।



অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আয়োজনে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের টস করার কয়েন এবং ৪৯টি ম্যাচে ব্যবহৃত বল আইসিসি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। যা নিজের কাছে রেখে দেওয়া সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।

আইসিসি থেকে জানানো হয়েছে, চলতি বিশ্বকাপের টস করার কিছু কয়েন রয়েছে যাতে ম্যাচের বিশেষ তারিখ এবং দল দুটির নাম খোদাই করা আছে।

গ্রুপ পর্বের ৪২টি ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচের কয়েন এবং বল সংগ্রহ করতে পারবে সাধারণ ক্রিকেট প্রেমীরা। এছাড়া দুটি সেমিফাইনাল এবং ফাইনালের কয়েন এবং বলও নিলামে তোলা হবে বলে জানায় আইসিসি।

এছাড়া ৪৯টি ম্যাচের অফিসিয়াল স্কোরকার্ডও পাওয়া যাবে নিলামে। সেখানে ম্যাচ অফিসিয়ালদের স্বাক্ষরও থাকবে।

আর এসব কিছুই নিলামে অংশ গ্রহণের মাধ্যমে পাওয়া যাবে www.icc-shop.com সাইটে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।