ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ম্যাককালামের চিঠি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ম্যাককালামের চিঠি

ঢাকা: চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর এ ম্যাচের আগে কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম নিজ দেশের অফিসের বসদের কাছে ব্যতিক্রমী এক চিঠি পাঠিয়েছেন।



অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দলের সমর্থকদের জন্য ছুটি চেয়ে ম্যাককালাম চিঠিতে লিখেছেন, ‘তারা হয়তো অফিসের কাজ করবেন না, কিন্তু নিজ দলের জন্য ইডেন পার্কে তাদের সমর্থন দিতে দেখা যাবে, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডকে অনেক বেশি সাহায্য করবে। ’

চিঠিতে আরও লেখা ছিল, খেলা দেখতে আসুন এবং আমাদেরকে সমর্থন দিন।

কিউই অধিয়ানক ম্যাককালামের ছুটি চেয়ে চিঠি প্রদানের এটিই প্রথম ঘটনা নয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সমর্থকদের মাঠে বসে নিউজিল্যান্ড দলকে সমর্থন জানানোর জন্যও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি সেমিফাইনাল নিশ্চিত করে। সেমির গণ্ডি পেরুতে পারলেই দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে উঠবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।