ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

দলের দুর্বলতা স্বীকার করলেন কোচ ডোমেনিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুন ১২, ২০১০

জোহানেসবার্গ: বিশ্বকাপের দ্বিতীয় খেলায় উরুগুয়ের সঙ্গে গোল শূণ্য ড্র হওয়ায় হতাশ ফ্রান্সের কোচ রেমন্ড ডোমেনিক মনে করেন দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোই এখন গ্রুপ এ নিয়ন্ত্রন করবে।

প্রথম দিনের দুটি ম্যাচই ড্র হওয়ায় গ্রুপ এ এর চারটি দলই এক পয়েন্ট করে পেল।

কিন্তু দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো ১-১ এ ড্র করায় তারা এগিয়ে গেল।

কেপ টাউনে ফ্রান্স কিছু দূর্বল সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা সাফল্যের মুখ দেখেনি। এমনকি লাল কার্ড পাওয়ায় উরুগুয়ে দশ জনের দলে পরিণত হওয়ার পরও।

ডোমেনিক আরো বলেন “ আমরা ভালো ভাবে কিছু শেষ করবে পারিনি। আর অন্য দুই দল এখন এগিয়ে গেলো”।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৯ ঘ. ১২ জুন, ২০১০
এসএফএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।