ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

যে কোনো দলকে হারাতে সক্ষম হল্যান্ড: রবিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১০

দক্ষিণ আফ্রিকা: বিশ্বকাপের ‘ই’ গ্রুপে এবার খেলবে নেদারল্যান্ডস। নিজেদের দল নিয়ে আশাবাদী  দেশটির আক্রমণভাগের খেলোয়াড় রবিন ভ্যান পার্সিয়ে।

দলের মূল্যায়ন করতে গিয়ে সাবলিলভাবেই বলেন যে কোনো দলকে হারাতে সক্ষম তারা।

দ্য মিররকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন,“ সত্যি বলতে কি? এটা বলা কঠিন। তবে আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় রযেছে। যাদের সেই ক্ষমতা আছে। এছাড়া স্নাইডজার, রবেন, ভ্যান ডার ভার্ট, ভান বোমেলসহ আমি নিজেদের সেরা খেলটা খেলতে পারলে, অবশ্যই যে কোনো দলের বিপক্ষে সাফল্য পাবো। ”
 
দলের সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে ২০০৮ সালের ইউরোর পারফরমেন্সের কথা বলেন তিনি, কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কাছে হেরে দল বিদায় নিলেও গ্রুপের পর্বের খেলায় ইতালি, ফ্রান্স ও রুমানিয়ার বিপক্ষে জিতেছে।

দুই বছর আগের সেই ফর্ম এখনো দলের আছে বলে বিশ্বাস তার। এ জন্য হয়তো বলেন, আমরা  যে কেউকে হারাতে পারব।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৬ ঘ. জুন ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।