ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভারতের আরেকটি হারের লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
ভারতের আরেকটি হারের লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: সাদা পোশাকের ফরম্যাটে নিজেদের কোনভাবেই মেলে ধরতে পারছে না ভারত। আর এদিন ব্রিসবেন টেস্টে একদিন বাকি থাকতেই ‍অস্ট্রেলিয়ার  কাছে চার উইকেটে হারতে হলো ধোনি বাহিনীর।



স্কোর: ভারত-৪০৮ ও ২২৪
অস্ট্রেলিয়া-৫০৫ ও ১৩০/৬(২৩.১ ওভার)

ভারতের দেয়া ১২৮ রানের স্বল্প টার্গেটে খেলতে নেমে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ‍অজিরা। আর নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপুস্থিতে তরূণ স্টিভেন স্মিথের নেতৃত্বে দারুণ এক জয় পেল দলটি।

আগের দিনের এক উইকেটে ৭১ রানে খেলতে নামা সফরকারিরা এদিন অজি বোলারদের ধ্বংসাত্বক বোলিংয়ে মাত্র ১৫৩ রান করতেই বাকি নয় উইকেট হারায়। সর্বোচ্চ ৮১ রান করে নাথান লিওনের বলে প্যাভিলিওনে ফিরেন শিখর ধাওয়ান।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মিচেল জনসন। আর দুটি করে উইকেট নেন জস হাজেলউড, মিচেল স্ট্রার্ক ও লিওন।

জয়ের লক্ষে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে কোন সমস্যা হয়নি স্টিভেন স্মিথদের। সর্বোচ্চ ৫৫ রান আসে ওপেনার ক্রিস রজার্সের ব্যাট থেকে।

চার ম্যাচ সিরিজের এই টেস্ট সিরিজে ইতিমধ্যে ২-০ তে জিতে লিড নিয়েছে অজিরা। র‌্যাংকিয়ে ছয় নম্বর থাকা ভারতেকে সিরিজে টিকে থাকতে হলে পরের দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে। তবে এর আগে অস্ট্রেলিয়া সফরে ৪-০তে হারা ভারতকে এবারও হোয়াইটওয়াশ করতে চাইবে ক্যাঙ্গারুর দেশটি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।