ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ঘৃণায় আর্জেন্টিনা তবে ভালবাসায় মেসি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
ঘৃণায় আর্জেন্টিনা তবে ভালবাসায় মেসি

ঢাকা: সমগ্র ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে ঘৃণা করতে ভালবাসলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে তারা ঠিকই ভালবেসে ফেলেছেন। অসাধারণ চারটি গোল করে ধীরে ধীরে এবারের বিশ্বকাপকে নিজের করে নিচ্ছেন মেসি।

সঙ্গে নিজের করে নিচ্ছেন ব্রাজিলিয়ানদেরও।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো মেসি সম্পর্কে বলেন, ‘মেসি আমার কাছে আর্জেন্টাইন ফুটবলারদের মাঝে প্রথম খেলোয়াড় যাকে আমি পছন্দ করি। সে যদি বিদেশি খেলোয়াড় না হতো তবে আমি তাকে আমাদের জাতীয় দলে (ব্রাজিল) খেলতে বলতাম। ’

মেসির স্বদেশি আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করতে গিয়ে দেশের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো বলেন, ‘যদিও ম্যারাডোনা আমার বন্ধু, তবুও আমি তার থেকে মেসিকে এগিয়ে রাখব। ’

শুধু রোনালদো নন, বেশ কিছু ব্রাজিলিয়ানও মেসি বন্দনায় মেতে উঠছেন। মারাকানার অধিবাসী স্টেলা বলেন, ‘বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা আর্জেন্টাইনদের পছন্দ করিনা। তবে আর্জেন্টাইন ফুটবলার মেসির কথা ভিন্ন। সে সেরা খেলোয়াড়। আর আমরা সেরাদের সম্মান দিতে জানি। ’

ব্রাজিলের রিও, বেলো হরিজোন্তে, সাওপাওলোর পথে-ঘাটে এখন মেসির পরিহিত দশ নম্বর জার্সি গায়ে ব্রাজিলিয়ানদের দেখা যাচ্ছে।

২৩ বছর বয়সী অন্য একজন ব্রাজিলিয়ান বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে আমাদের খেলা হলে আমি নিশ্চিত থাকব ব্রাজিল তাদের হারাতে পারবে। তবে মেসি নেইমারের সঙ্গে বার্সেলোনায় খেলার সময় যেমন আমাদের সমর্থন পায়, এখানেও তাকে আমরা সমর্থন জানাবো। আর এটা তার প্রাপ্য। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, ২৬ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।