ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিবিসিকে উরুগুইয়ান অধিনায়ক লুগানো

ব্রিটিশ মিডিয়া সুয়ারেজের পেছনে লেগেছে

ওয়ার্ল্ড ‍কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
ব্রিটিশ মিডিয়া সুয়ারেজের পেছনে লেগেছে উরুগুয়েন অধিনায়ক দিয়াগো লুগানো

ঢাকা: ইতালির গিয়র্গিও চিল্লিনিকে কামড়ে দেবার পর সমালোচনায় বিপর্যস্ত সুয়ারেজের পাশে দাঁড়ালেন উরুগুইয়ান অধিনায়ক দিয়েগো লুগানো।

নিজে ঢাল হয়ে দলীয় সতীর্থ লিভারপুল তারকা সুয়ারেজের কামড়-কাণ্ডকে অস্বীকার করে অভিযোগ উড়িয়ে দিলেন তিনি।



বিসিসিকে দেওয়া সাক্ষাৎকারে উরুগুইয়ান ‍দলনেতা লুগানো বলেন: ‘‘কিছুই ঘটেনি। কিসের ঘটনা? একটা ছবি সব কিছু স্পষ্ট করে না। ’’

যদিও এরই মধ্যে ভিডিও ফুটেজের সাহায্যে ফিফা ঘটনার তদন্তে নেমেছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সুয়ারেজ।

বাংলানিউজের পাঠকদের জন্য লুগানোর সাক্ষাৎকার তুলে ধরা হলো:

বিবিসি: সুয়ারেজ ঘটনা সম্পর্কে আপনি কি কোনো মন্তব্য করবেন?
লুগানো: কিসের ঘটনা? আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন? আপনি কি প্রিমিয়ার লিগ বা জাতীয় দলের কথা বলছেন? আপনি কি সুয়ারেজের কিছু দেখেছেন?

বিবিসি: চিল্লিনির বিষয়টি? ‌আপনি বলছেন কিছ‍ুই ঘটেনি?
লুগানো: না, ছবি সবকিছু স্পষ্ট করে না। এটা শুধু কাছাকাছি একটা ধারণা দেয়। যার কোনো গুরুত্ব নেই।

বিবিসি: তবে ফিফা সুয়ারেজের বিরুদ্ধে তদন্তে নামল কেন?
লুগানো: আমি কিছু জানি না।

বিবিসি: এটা ব্রিটিশ মিডিয়‍ার ‍অভিযোগ?
লুগানো: না। সবাই জানে ব্রিটিশ মিডিয়া সুয়ারেজকে ইস্যু করেছে। এটা তাদের পত্রিকা বিক্রির কৌশল। না হলে আপনি এখানে আসতেন না। আমি জানি না কেন ব্রিটিশ সাংবাদিকরা সুয়ারেজকে নিয়ে কথা বলছে। এটা জনপ্রিয়তা অর্জনের জন্যই। অন্য কোনো কারণ দেখছি না।

এদিকে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য মার্টিন হং জানিয়েছেন, ফিফা এ বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাতে পারে।

তবে সুয়ারেজের আইনজীবী আলেসান্দ্রো বালবির বিশ্বাস লিভারপুল তারকার বিরুদ্ধে ইউরোপীয় একটি গ্রুপ মাঠে নেমেছে।

তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে  ইউরোপীয়রাই এটা করছে। কারণ ইতালি বিদায় নিয়েছে। ‌ ইংল্যান্ড ও ইতালি এর পেছনে চাপ প্রয়োগ করছে।

গত মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে সুয়ারেজ খেলাশেষের কিছুক্ষণ আগে ইতালির চিল্লিনির কাঁধে হঠাৎ কামড় বসিয়ে দেন। বিষয়টি রেফারির দৃষ্টি এড়িয়ে গেলেও ক্যামেরায় ঠিকই ধরা পড়ে।

---খবর: বিবিসির।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।