ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

উইলিয়ামসনের বোলিং পরীক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ২২, ২০১৪
উইলিয়ামসনের বোলিং পরীক্ষা কেন উইলিয়ামসন

ঢাকা: নিউজিল্যান্ডের পার্ট-টাইম অফস্পিনার কেন উইলিয়ামসনকে সাময়িক সময়ের জন্যে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়।

২১ দিনের মধ্যে তার বোলিং টেস্ট করাতে হবে। পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত সে বোলিং করতে পারবে না।

আম্পায়ার ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংগ্রোথ ও রড টাকার এবং ম্যাচ রেফারি ক্রিস বোর্ড সবাই সম্মিলিত ভাবে উইলিয়ামসনকে বোলিং টেস্ট পরীক্ষার জন্যে পাঠান। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,‘আম্পায়াররা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তার বোলিং এ্যাকশন পরীক্ষা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ২২ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।