ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জ্যোতিষ কুমারী রুবাইর গণনা

মেসির আঘাতের আশংকা, ৩ গোল দেবে আর্জেন্টিনা

.. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
মেসির আঘাতের আশংকা, ৩ গোল দেবে আর্জেন্টিনা ছবি: প্রতীকী

শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর বিশ্বকাপের বিশেষ আয়োজনে ২৪ ঘণ্টা সরগরম বাংলানিউজের ওয়ার্ল্ড কাপ ডেস্ক।

প্রতি মুহূর্তে থাকছে সবশেষ আপডেট। এরই মধ্যে পাঠকে খেলার আগেই কি হতে পারে আজকের খেলায় তা জানাবেন জ্যোতিষ কুমারী রুবাই। তবে বিশেষ বিশেষ খেলার আগে।

গ্রহের বিচারে খেলার আগেই খেলার সম্ভাব্য ফলাফল তুলে ধরবেন তিনি। দুই দল মাঠে নাবার আগেই জ্যোতিষী রুবাই ধারাবাহিকভাবে জানাবেন তার বিচারের ফলাফল।

সোমবার ভোরের টান টান উত্তেজনার ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা। বসনিয়াকে আপাতদৃষ্টিতে সহজ প্রতিপক্ষ মনে হলেও খেলার প্রথম ১৩ মিনিট আর্জেন্টিনার পক্ষে কিছুটা সমস্যাজনক থাকতে পারে। বিশেষ করে মেসিকে প্রথমার্ধের বেশ কিছুটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে।

মাঠের মধ্যে কড়া ট্যাকেলের ফলে মেসির আঘাত পাওয়ারও সম্ভাবনা আছে। তবে  যত সময় গড়াবে ততই খেলার উপর নিয়ন্ত্রণ আনবে আর্জেন্টিনা।

প্রথমার্ধেই একাধিক গোল হওয়ার সম্ভাবনাও প্রবল। রিও ডি জেনিরো উপকূলীয় শহর হওয়ায় আর্জেন্টিনার পক্ষে অবস্থান শুভ। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়বে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুর ৫-৯ মিনিট সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে। খেলায় আর্জেন্টিনার পক্ষে তিন গোল দেওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে সাদা-নীল ডোরাকাটা জার্সি আর্জেন্টিনার পক্ষে শুভ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।