ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ভালো অবস্থানে ভারত ও দ. আফ্রিকা: পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বেঙ্গালুরু: বিশ্বকাপে কোন দলকেই এককভাবে ফেভারিট বলতে রাজি নন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। অবশ্য এই তালিকায় অসি নেতা এগিয়ে রাখলেন ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে।

পন্টিংয়ের মতে, বিশ্বকাপের আগে ফলাফলের দিক থেকে এগিয়ে থাকাটা কখনোই গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, “কোথা থেকে শুরু করছি, সেটা ব্যাপার নয়। গত বিশ্বকাপের আগে আমাদের পারফর্ম মোটেও ভালো ছিলো না। কেননা আমরা কমনওয়েলথ সিরিজই হারেনি; হেরেছি নিউজিল্যান্ডের কাছেও। তাতে কি, সব সন্দেহ দূর করে আমরা বিশ্বকাপ জিতেছি। ”

অ্যাশেজ সিরিজে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ৬-১ এ একদিনের সিরিজ জিতে অস্ট্রেলিয়া। এই জয়কে প্রেরণা হিসেবে নিচ্ছেন রিকি পন্টিং। বলেন,“ইংল্যান্ডকে হারানোয় ক্রিকেটারদের মধ্যে আস্থা ফিরেছে। যা বিশ্বকাপে উপকারে আসবে। ”

ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার সম্পর্কে পন্টিং বলেন, “এনিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ খেলবে টেন্ডুলকার। সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। তাই শিরোপার জন্য নিজেকে উজার করে দেবে শচীন। আশা করি, ব্যাপারটা অন্যরকম হবে। ”

বাংলাদেশ সময়: ২১১০ ঘন্টা, ১১ ফেব্রুয়ারী, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।