ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে শুক্রবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সফরে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে পাকিস্তান। প্রথম ম্যাচ ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, স্বাগতিক দলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিপরীতে।

অনেক উত্থানপতনের মধ্যদিয়ে গেলেও পাকিস্তানের বিশ্বকাপ দলটি ভারসাম্যপূর্ণ বলতে হয়। শহীদ আফ্রিদির নেতৃত্বে সম্প্রতি নিউজিল্যান্ড থেকে ছয়ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ ৩-২ এ জিতে এসেছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও তিন টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। তবে সবমিলিয়ে পাকিস্তানের সফরটা মন্দ হয়নি। বিশ্বকাপে যার ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

বরাবরের মতো এবারও ফেভারিটের তালিকায় রাখা হয়েছে পাকিস্তানকে। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে দুর্বার থাকে দক্ষিণ এশিয়ার এই ক্রিকেট পারাশক্তি।

‘এ’ গ্রুপের দল পাকিস্তান খেলবে টানা তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া ও কানাডার বিপক্ষে।

পাকিস্তান বিশ্বকাপ দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মিজবা-উল-হক (সহ-অধিনায়ক), আব্দুল রাজ্জাক, আব্দুর রেহমান, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, জুনায়েদ খান, শোয়েব আখতার, উমর আকমল, উমর গুল, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ ও ইউনুস খান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।