ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় টেনিসে চ্যাম্পিয়ন অমল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
জাতীয় টেনিসে চ্যাম্পিয়ন অমল

ঢাকা: জাতীয় টেনিস প্রতিযোগিতা ব্যক্তিগত এবং দলীয় মুকুট জিতেছেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ও  জাতীয় টেনিস কমপ্লেক্সের সারদা আলম।

শুক্রবার ‘সনি জাতীয় টেনিস প্রতিযোগিতা’র বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

পুরুষ এককে ৬-১, ৬-২ গেমে আলমগীর হোসেনকে পরাজিত করেন শীর্ষ বাছাই অমল রায়।

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয় অমল রায় ও রঞ্জন রাম জুটি। তারা ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারান আনোয়ার হোসেন ও দীপু লাল জুটিকে।

মহিলা এককে সারদা আলম ৬-২, ৬-০ গেমে সাথী সরকারকে হারিয়ে শিরোপা জেতেন। এককে বিভাগে কেউ কাউকে ছাড় না দিলেও। মহিলা দ্বৈতে শিরোপার জন্য জুটি বেঁধে ছিলেন তারা। এই জুটি ৬-২, ৬-৩ গেমে ঈশিতা আফরোজ ও আয়েশা সুলতানা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বালক এককের মুকুট মাথায় পরেন বিপ্লব রাম। তিনি ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করেন রুস্তম আলীকে। বালিকা এককে বিজয়ী হয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ। তিনি একই প্রতিষ্ঠানের আয়েশা সুলতানাকে পরাজিত করেন ৬-২, ৬-৪ গেমে।

এছাড়া মিনি টেনিস বালক এককে (১০ বছর গ্রুপ) জুবিন ও বালিকা এককে (১৬ বছর গ্রুপ) চ্যাম্পিয়ন হয়েছেন আফ্রিদা। এছাড়া বালক ও বালিকা ৮ বছর গ্রুপে বিজয়ী হয়েছে উষা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।