ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রস্তুতি ভালো হয়েছে শ্রীলঙ্কার: সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
প্রস্তুতি ভালো হয়েছে শ্রীলঙ্কার: সাঙ্গাকারা

কলম্বো: বিশ্বকাপের আগে যথেষ্ট ম্যাচ খেলায় দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

সাঙ্গাকারা বলেন,“আমরা অনেক ম্যাচ খেলেছি।

বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ আছে। এজন্য ম্যাচ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। ”

দল নিয়ে সাঙ্গাকারার সঙ্গে সুর মেলাতে পারছেন না ৯৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বরং দলের মিডলঅডারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন।

সমস্যার কথা স্বীকার করে লঙ্কান অধিনায়ক বলেন,“আমি বুঝতে পারছি সমস্যাটি। কিন্তু এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। পরিবর্তন আনলে তা যথাযথ হবে এটি ঠিক নয়; এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পরিবর্তন করে কোন লাভ হয়নি। ”

বিশ্বকাপ দলে সনাৎ জয়াসুরিয়া ও চামিন্দা ভাসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের না রাখার সমালোচনার জবাবে,“তাদের ছাড়াও অতীতে যথেষ্ট ভালো খেলেছি আমরা। ”

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।