ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

পাওয়ার প্লে’র গুরুত্ব অনেক: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
পাওয়ার প্লে’র গুরুত্ব অনেক: আফ্রিদি

করাচি: বিশ্বকাপের ম্যাচগুলোতে শেষ পাওয়ার প্লে’র সময় বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। এক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দেবো।

দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে সাংবাদিকদের আফ্রিদি বলেন,“বোলিংয়ের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে তা কাটিয়ে উঠতে আমরা কঠিন প্ররিশ্রম করছি। ”

আফ্রিদির মতে, পাওয়ার প্লে’র ওভারগুলোতে চাপ কাটিয়ে উঠতে না পারলে যে কোন দলের পক্ষেই ভালো করাটা কঠিন হবে। তবে আমাদের দলে ভালো একটা সম্বনয় আছে। এটা যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সহায়তা করবে।

পাকিস্তানের হয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে মাঠে নামা এই অলরাউন্ডার জানান, প্রস্তুতি ভালোভাবেই শেষ করেছে দল।   খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করতে পারে, তবে সাফল্য পাবো। ভালো হলে কৃতিত্বের দাবিদার সবাই। আর খারাপ হলেও দায় সবারই।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।