ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম দল হিসেবে ঢাকা এসেছে কানাডা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
প্রথম দল হিসেবে ঢাকা এসেছে কানাডা

ঢাকা: বিশ্বকাপ ভেন্যুতে এসে গেছে কানাডা। রাত আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।

এরপর কড়া নিরপত্তার মধ্যদিয়ে কানাডা দলকে নিয়ে আসা হয় হোটেল শেরাটনে। এনিয়ে চতুর্থবার বিশ্বকাপ খেলছে উত্তর আমেরিকার দেশটি। কানাডার বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলা। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এবং ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপরীতে প্রস্তুতি ম্যাচ খেলবে। পরের দিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে চলে যাবে মূল খেলার ভেন্যুতে। ‘এ’ গ্রুপে কানাডার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে।  

কানাডার সঙ্গে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা সুখের নয়। ২০০৩ সালে এই দলের কাছে হার দিয়েই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সহযোগী দেশ কানাডা এপর্যন্ত ৪৩টি একদিনের ম্যাচ খেলে জয় পেয়েছে ১০টি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।