ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

আবাহনীর জয়, ড্র মোহামেডানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
আবাহনীর জয়, ড্র মোহামেডানের

ঢাকা: ফ্রাঙ্কের জোড়া গোলে আরামবাগকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা আবাহনী। বুধবার বাংলাদেশ লিগে আকাশী-নীলরা ২-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

এদিকে ফেনী সকারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২০ মিনিটে ঘানার ফরোয়ার্ড ফ্রাঙ্ক এগিয়ে নেন আবাহনীকে। তবে ১৬ মিনিট পরই আরামবাগকে সমতায় ফেরান গিনির বাঙ্গুরা ইসমাইল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো আকাশী-নীলদের এগিয়ে দেন ফ্রাঙ্ক। বিরতির পর জালের ঠিকানা খুঁজে পায়নি কোন পক্ষ।

এ জয়ে আট ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মু্িক্তযোদ্ধার সংগ্রহ ১৬ পয়েন্ট।

এদিকে ফেনী স্টেডিয়ামে মোহাডেমান ও সকার কাবের মধ্যকার খেলায় প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। ৪৯ মিনিটে তৌহিদুলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭১ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকার গোলে সমতা ফেরায় মোহামেডান। সাত মিনিট পরই আনোয়ার হোসেনের গোলে ২-১ এ এগিয়ে যায় কোচ শফিকুল ইসলাম মানিকের দল। কিন্তু ৮৮ মিনিটে বুলবুলের গোলে মোহামেডানের কাছ থেকে একটি পয়েন্ট কেড়ে নেয় ফেনী।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘন্টা, ৯ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।